‘অ্যাপসের ব্যবহার সীমিত করতে হবে’
মোবাইল ফোন অনেক আকর্ষণীয় হয় অ্যাপসের মাধ্যমে। এসব অ্যাপস ব্যবহারে বিভিন্ন ক্ষতিকর প্রভাব পড়ে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৫তম পর্বে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মোবাইল ফোন আসলে এখন বেশি আকর্ষণীয় হয়েছে অ্যাপসের মাধ্যমে। সেটির কী কী ক্ষতিকর প্রভাব রয়েছে? সেগুলো কীভাবে ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন?
উত্তর : মোবাইল ফোনে যেই অ্যাপসগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে শেয়ার করে ব্যবহার করতে। ঠিক সে রকম আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেটি মা বা বাবার সঙ্গে শেয়ার থাকতে হবে। এতে আপনি জানতে পারছেন, আপনার বাচ্চা কতক্ষণ এটি ব্যবহার করছে বা কীভাবে এটি ব্যবহার করছে। আর এর ব্যবহার সীমিত করতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তাকে যদি ইন্টারনেট ব্যবহার করতে দেন, তাহলে নির্দিষ্ট করে দিন কোন সময়টুকু সে ব্যবহার করতে পারবে।
এই সমস্যা যে কেবল আমাদের দেশে হচ্ছে সেটি নয়, সারা পৃথিবীতেই হচ্ছে।