মোবাইলের টাওয়ার থেকেও ক্ষতি
মোবাইল থেকে শরীরে যেমন নানা ক্ষতি হয়, তেমনি মোবাইলের টাওয়ারের রেডিয়েশনের কারণেও ক্ষতি হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৫তম পর্বে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মোবাইল ফোনের টাওয়ার থেকে শরীর ও মনে কী ধরনের প্রভাব পড়ছে?
উত্তর : টাওয়ার রেডিয়েশন তো খুবই ভয়ংকর। এটি সম্পর্কে মানুষকে আগে ধারণা দেওয়া হয়নি। ওই এলাকায় যত মোবাইল একসঙ্গে কাজ করছে, সবগুলোর রেডিয়েশন কিন্তু ওই টাওয়ারের মাধ্যমে যাচ্ছে। এতে যেখানে টাওয়ার অবস্থিত, সেখানে প্রচুর রেডিয়েশন তৈরি হচ্ছে।
আপনি যদি গ্রামে যান, টাওয়ারের আশপাশে যদি দেখেন, দেখবেন সেখানে গাছগুলো মরে গেছে, পাতা মরে যাচ্ছে। ডাবগাছে ডাব হচ্ছে না। এর মানে হলো, তার যে ডিএনএ তৈরি হয়, সেটি তৈরি হচ্ছে না। মানুষের মধ্যেও সেই প্রভাব পড়ে। ঘরের ওপর টাওয়ার লাগানোটা একদম নিষেধ। বিভিন্ন দেশে বিভিন্ন রুল হয়েছে। ফ্রান্স, জার্মানিতে লোকালয়ে টাওয়ার লাগানোর বিষয়টিকে তারা সম্পূর্ণ নিষেধ করেছে। আশার কথা হলো, বাংলাদেশেও একটি নীতিমালা আসবে।