ঈদ ভ্রমণে যাত্রাপথে যেসব বিষয় খেয়াল রাখবেন
ঈদ ভ্রমণে যাত্রাপথে সতর্ক থাকা প্রয়োজন। না হলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে ঈদটাই মাটি হয়ে যেতে পারে। ঈদ ভ্রমণে যাত্রাপথে সতর্ক থাকার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪০তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলে ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঈদের দিনগুলো অনেক আনন্দে কাটবে, এটাই আমাদের কাম্য। তবে ঈদের দিনে একটু ভুল বা অসতর্কতার কারণে কিন্তু ঈদ আনন্দ নষ্ট হয়ে যেতে পারে। ঈদে যাত্রাপথের শুরুতে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
উত্তর : ঈদ মানেই প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আশা। আমরা এখন এতটাই ব্যস্ত থাকি যে ঈদের সময় যখন ছুটি পাই, তখনই পরিকল্পনাগুলো করে থাকি বেড়ানোর। হয়তো প্রিয় মানুষগুলোকে সঙ্গে করে নিয়ে যাই কোনো একটি ভ্রমণে, হয় দেশের বাইরে যাই বা দেশেই ঘুরে বেড়াই। এই সময়টা যেন সুন্দরভাবে কাটাতে পারি, তাই প্রথমেই খেয়াল রাখতে হবে যাত্রার বিষয়ে। এ ক্ষেত্রে কোন পরিবহনে যাব এবং আমার পাশের যাত্রী কে হচ্ছে- দুটো বিষয়ই নজর দিতে হবে।
প্রশ্ন : নিজের সঙ্গে সঙ্গে পাশের যাত্রীর প্রতিও আমাদের খেয়াল রাখা উচিত। সেটি কীভাবে?
উত্তর : আমি একা ভ্রমণ করলে, আমার পাশের যাত্রী অচেনা বা অজানা হলে, আমাকে কোনো খাবারদাবার বা কোনো কিছু দিলে আমি কিন্তু নেব না। কারণ, এখন কিন্তু অনেক ক্রাইম বেড়ে গেছে। আপনি হয়তো শুনেছেন অজ্ঞান পার্টি বা মলম পার্টির নাম। পাশের যাত্রীর কাছ থেকে কিছু নেওয়া যে বিপজ্জনক সেটি মাথায় রাখতে হবে।
প্রশ্ন : যাত্রাপথে যাওয়ার আগে গোছানোর সময় কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?
উত্তর : আমার যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিতে হবে। যে প্রসাধনীগুলো ব্যবহার করব সেগুলো নিতে হবে। আমার পোশাক নিতে হবে। সঙ্গে আমার নিয়মিত মেডিসিন, জরুরি মেডিসিন সবকিছু প্যাকেট করে সুন্দরভাবে লাগেজ গুছিয়ে আমরা যাত্রা শুর করব।