চিকিৎসা না হলে প্রোস্টেট ক্যানসারে যেসব জটিলতা হয়
প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা না হলে বিভিন্ন জটিলতা হতে পারে। অনেক ক্ষেত্রে প্যারালাইসিস হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে কি কোনো বিষয় রয়েছে?
উত্তর : ৫০ বছরের বেশি বয়সের যদি কেউ আসে তাহলে তাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করা যেতে পারে। এর পর একটি আল্ট্রাসোনো করে দেখতে পারে। কিছু পরীক্ষা করে আগেভাগে অনেক কিছু বের করা সম্ভব।
প্রশ্ন : রোগী কখন চিকিৎসকের কাছে যাবেন?
উত্তর : প্রোস্টেটের রোগীরা যদি আগেভাগে চিকিৎসা নেয় তাহলে তাদের সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন এই মানুষগুলো বেঁচে থাকতে পারে। সম্পূর্ণ স্বাভাবিক একটি জীবন পেতে পারে।
প্রশ্ন : চিকিৎসা না হলে জটিলতা কী?
উত্তর : যদি ছড়িয়ে গিয়ে থাকে, যদি মেরুদণ্ডের মধ্যে যায়, মেরুদণ্ড ফ্রেকচার হয়ে যায়, তাহলে নিচের যেই অংশটি আছে, সেটি প্যারালাইসিস হওয়ার আশঙ্কা থাকে। এই সমস্ত ক্ষেত্রে রোগীকে সুস্থ করা আসলে সম্ভব নয়।