শ্বেতী কি সম্পূর্ণ ভালো হয়?
শ্বেতী রোগ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। যেকোনো বয়সে, শরীরের যেকোনো জায়গায় এই রোগ হতে পারে। শ্বেতী রোগ কমাতে বিভিন্ন চিকিৎসা রয়েছে। তবে শ্বেতী কি সম্পূর্ণ ভালো হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহাম্মদ আলী। তিনি কর্মজীবনে বিভিন্ন মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশ্ন : ভিটিলিগোর বা শ্বেতীর চিকিৎসা করে স্বাভাবিক ত্বক আনা কি সম্ভব?
উত্তর : আপনারা কিন্তু শরীরের রং একটু পরিবর্তন হলেই মনে করবেন না শ্বেতী হয়ে গেছে। কারণ, ত্বকের কয়েক হাজার রোগ রয়েছে। সব রোগেই হয় একটু বেশি কালো হয় বা একটু বেশি সাদা হয়। তাই রং পরিবর্তন হলে সেটি শ্বেতী, তা নয়। অনেক রকম রোগ রয়েছে, যেগুলোর চিকিৎসা করলে ভালো হয়ে যায়।
তবে শ্বেতী রোগ হয়েছে, এ বিষয়ে চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নিশ্চিত হতে হবে। এরপর চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসা যে নেই, সেটি কিন্তু নয়। চিকিৎসা রয়েছে।
অনেক রকম চিকিৎসা রয়েছে। বিভিন্ন ধরনের রয়েছে। চিকিৎসক নির্ণয় করবেন কোন ধরনের চিকিৎসা তাঁকে করবেন। বিভিন্ন ধরনের মলম দেওয়া থেকে শুরু করে অনেক জাতীয় চিকিৎসা রয়েছে। কপাল ভালো থাকলে অনেকে ভালো হয়। ভালো হয় না, সেটি নয়। তবে বেশিরভাগ রোগী ভালো হয় না। এটাও সত্যি। একে মেনে নিতে হবে।