শ্বেতী রোগের চিকিৎসায় লেজারের ভূমিকা রয়েছে?
শ্বেতী একধরনের চর্মরোগ। চিকিৎসা করালে কারো কারো ক্ষেত্রে এই রোগ ভালো হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে ভালো হয় না। এই রোগের অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি এখন চালু রয়েছে আমাদের দেশে। এর মধ্যে লেজার একটি। আর লেজার এখন আধুনিক চিকিৎসার অন্যতম একটি মাধ্যম। তবে শ্বেতী রোগের চিকিৎসায় লেজার কতটা কার্যকর বা সব শ্বেতী রোগীর বেলায় কি লেজার কার্যকর?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহাম্মদ আলী। তিনি কর্ম জীবনে বিভিন্ন মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশ্ন : শ্বেতী রোগের চিকিৎসায় লেজারের ভূমিকা কতখানি?
উত্তর : সব শ্বেতী রোগীর ক্ষেত্রে লেজার দিয়ে চিকিৎসা কার্যকরী নয়। কিছু কিছু ক্ষেত্রে কার্যকর। তবে চিকিৎসক যদি মনে করেন তাহলে এটি দেওয়া যেতে পারে। তবে সবার বেলায় কার্যকরী হয় না। তাই এটি নিতে হলে চিকিৎসকের পরামর্শ অনুসারে নিন।