শ্বেতী রোগ কি ছোঁয়াচে?
শ্বেতী রোগ নিয়ে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। অনেকে ভাবেন, এটি ছোঁয়াচে রোগ। অনেক রোগীকেই এ কারণে প্রায় সামাজিক প্রতিবন্ধীর জীবন যাপন করতে হয়। এরা সামাজিকভাবে অনেকটা একঘরেই হয়ে পড়েন। ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই সমস্যাটি কখনো কখনো প্রকোট হয়ে দাঁড়ায়। অনেক সময় বিয়ের বেলায় এসব রোগীদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। তবে শ্বেতী কি আসলে কোনো ছোঁয়াচে রোগ? না কি এটি কেবলই একটি ভ্রান্ত ধারণা?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহাম্মদ আলী। তিনি কর্ম জীবনে বিভিন্ন মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশ্ন : শ্বেতী রোগ কি ছোঁয়াচে?
উত্তর : শ্বেতী রোগ ছোঁয়াচে নয়। এটি একেবারেই অমূলক ও ভুল ধারণা। আমি সবাইকে অনুরোধ করছি এই ধরনের ধারণা থেকে মুক্ত হোন। কারণ, আমরা বিনা কারণে কিছু লোকের প্রতি অবিচার করছি। তাদের সামাজিক প্রতিবন্ধী বানিয়ে ফেলছি ভুলের কারণে। একজন শ্বেতী রোগী সারাদিন যদি কারো সংস্পর্শে থাকে তাহলেও অপরজনের শ্বেতী হতে পারবে না। এটি যার যার ত্বকের ভেতরের সমস্যা। তার ত্বকের সমস্যা তারই। কোষ মরে গেছে, রং চলে গেছে। কাজেই এই ভুল ধারণা ভাঙা উচিত। ছোঁয়াচের ভয়ে অনেকে দূরে চলে যায়। এটি ঠিক নয়।