শ্বেতী হলে শারীরিক কোনো ক্ষতি হয়?
শ্বেতী চামড়ার এক ধরনের জটিল রোগ। এই রোগে ত্বকের রং পরিবর্তন হয়ে অনেক সাদা হয়ে পড়ে। তবে ত্বকের রং পরিবর্তন ছাড়া এই রোগে কি অন্য কোনো শারীরিক ক্ষতি হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহাম্মদ আলী। তিনি কর্মজীবনে বিভিন্ন মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশ্ন : একজন মানুষের শ্বেতী হলে সে সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়ে। বিশেষ করে আমাদের সমাজের মেয়েদের এটি বেশি হয়। বিয়েশাদি সব বিষয়ে আলাদাভাবে দেখা হয়। তবে এটি আসলে কি কোনো রোগ? এটি তার কোনো শারীরিক ক্ষতি করতে পারে কি?
উত্তর : একে যদি আমি রোগ না বলি, তা-ও ভুল হবে না। আমি নিজে দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে অনেকেই এর চিকিৎসাও করে না। এটি একমাত্র রোগ, যেটি নিজের বা অন্যের কোনো ক্ষতি করে না। শুধু বাহ্যিকভাবে দেখার পরিবর্তন হয়। আমাদের দেশে সামাজিক পরিপ্রেক্ষিতে এটিকে বেশ গুরুত্ব দেওয়া হয়। বিয়েশাদি অন্যান্য ব্যাপারে খুবই সমস্যা হয়। অনেকের ধারণা, বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। এটি একেবারে ভুল ধারণা। আমাদের একটি কুসংস্কারের কারণে এই রোগীগুলো কষ্ট করছে। আমি জনগণের প্রতি অনুরোধ করব, এই ভুল ধারণাগুলো ভাঙুন। একটি জায়গার রং চলে গেছে, আমার চোখে দেখতে হয়তো খারাপ লাগছে, এর বেশি কিছু নয় এই রোগ। কোনো চুলকানি নেই, জ্বালাপোড়া নেই, কষ্ট নেই।
এটি নিজেরও ক্ষতি করে না। অন্যেরও ক্ষতি করে না। স্বাভাবিক জীবনযাপন করতে, বিয়েশাদি করতে, বাচ্চা নিতে, অন্য আট-দশজনের মতো চলাফেরা করতে কোনো সমস্যা হয় না।