জন্ডিসে কবিরাজি চিকিৎসা কি ঠিক?
জন্ডিস হলে কবিরাজের কাছে গিয়ে অনেকে ঝাড়ফুঁক করান। অনেক কবিরাজ আবার রোগীর হাত ধুয়ে হলুদ পানি বের করে দেখান। এতে নাকি জন্ডিস চলে যায়। চিকিৎসাবিজ্ঞানে এসব বিষয়ের কি কোনো ভিত্তি রয়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহিদুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্ডিস হলে শরীর হলুদ বা ফ্যাকাসে হয়ে যায়। এমন হলে অনেকে কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে গেলে তাঁরা হাত ধুয়ে হলুদ পানি বের করে দেন। এটা কি আসলে সম্ভব? চিকিৎসাবিজ্ঞান কী বলে?
উত্তর : এটি একেবারেই মিথ্যা। কবিরাজি চিকিৎসার বাস্তবসম্মত কোনো বিষয় নেই। যেমন : হেপাটাইটিস ই ও এ জন্ডিসের ক্ষেত্রে খুব প্রচলিত। এটা যদি লিভারকে আক্রান্ত করে, লিভার ইনফেকশন হয়, তাহলে যে জন্ডিসটা হয়, সাধারণত ডাক্তাররা এটা জানতে পারেন। ডাক্তাররা পরীক্ষা করেন। তখন যদি নির্ণয় হয় যে এটি হেপাটাইটিস ই বা এ ভাইরাস, তাহলে চিকিৎসক তাঁকে কিছু পরামর্শ দিয়ে থাকেন। এভাবে চলবেন, এভাবে বিশ্রামে থাকেন। দুই সপ্তাহের মধ্যে রোগী ঠিক হয়ে আসে। চিকিৎসকের পরামর্শ নিয়ে চললে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমাদের শরীরের যে নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা, এর মাধ্যমে রোগটা যে ভালো হয়ে যায়, এর সুযোগটা আসলে কবিরাজরা গ্রহণ করছে। হাত ধুয়ে হলুদ পানি বের করে দেখাচ্ছে। এটি এক ধরনের প্রতারণার পর্যায়ও পড়ে।