খালি পায়ে হাঁটলে, বেশি গোসল করলে জন্ডিস ভালো হয়?
জন্ডিস হলে অনেকে খালি পায়ে হাঁটেন বা বেশি বেশি গোসল করেন। এগুলো কি ঠিক? আসলেই কি এতে জন্ডিস ভালো হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহিদুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্ডিস হলে অনেকে মনে করেন, বেশি সময় ধরে বেশি বেশি গোসল করতে হবে অথবা খালি পায়ে মাটিতে বা ঘাসে হাঁটতে হবে অথবা রোগীকে একদম সাদা খাবার খেতে হবে। চিকিৎসাবিজ্ঞানে এসবের কোনো ভিত্তি আছে কি?
উত্তর : চিকিৎসাবিজ্ঞানে এসবের কোনো ভিত্তি নেই। খালি পায়ে হাঁটলে জন্ডিস ভালো হবে না অথবা খুব বেশি পরিমাণে গোসল করলেও জন্ডিস ভালো হবে না। জন্ডিস নিজের নিয়মেই ভালো হবে।
আমাদের দেশে কিছু খাবার রয়েছে, যেগুলো ক্ষতি করতে পারে। যেমন : আমরা বেশি বেশি করে গ্লুকোজ খাই, আখের রস পান করি, লেবুর শরবত পান করি—এগুলো মূল্যহীন। আবার হলুদ খাই না, এগুলো মূল্যহীন; বরং আমরা বলি, আপনারা আখের রস, গুড়ের শরবত, চিনির পানি, লেবুর পানি, গ্লুকোজের পানি এগুলো খাবেন না। রোগীরা শুনে অবাক হয়ে যায়। ‘কী বলেন স্যার? ‘আমাদের পরিবারে তো আমরা আরো বেশি করে খাওয়াচ্ছি।’ এসব বিষয় অনেক দিন ধরে ভুল ধারণা থেকে আসছে এবং কবিরাজরা এগুলো শেখায়। এখন আপনি জানতে চাইতে পারেন যে কেন খাবেন না?
কারণ, হেপাটাইটিস ই বা এ ভাইরাস দিয়ে আমাদের লিভার কিছুটা অ্যাটাক হয়েছে, লিভার কিছুটা আহত রয়েছে। কিছুটা কাজ করছে না। এখন আমি যদি কোনো চিনি বা গ্লুকোজের পানি পান করি, তাহলে সেটি যখন আমাদের পেটের মধ্যে যাবে, সেটা লিভারে আসবে। তাহলে লিভারের ওপরে চাপ বেশি পড়বে। কারণ, ওই চিনি বা গুড় বা আখের রস ওই লিভারই আসলে মেটাবোলাইজ করে। আমাদের লিভার তো এমনিতেই আক্রান্ত। এখন চিনি যদি সেখানে যায়, লিভার আরো বিপদের মুখে পড়ে যাবে। আরো বেশি চাপ চাপিয়ে দিচ্ছি। এ ক্ষেত্রে অনেক রোগী কিন্তু অজ্ঞান হয়ে যায়। কারণ, জন্ডিস তখন লিভার থেকে মস্তিষ্কে চলে যায়। তখন এসব রোগে মৃত্যুর মুখে পতিত হয়।