হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’র চিকিৎসার বর্তমান পরিস্থিতি কী?
হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’র ক্ষেত্রে বর্তমানে অনেক উন্নত চিকিৎসা রয়েছে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহিদুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হেপাটাইটিস বি ও সি-এর চিকিৎসায় কতটা উন্নতি এসেছে?
উত্তর : হেপাটাইটিস ই ও এ সাধারণত দুই সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তবে হেপাটাইটিস বি ও সি-এর কোনো গ্যারান্টি নেই। সাধারণত দেখা যায়, ৯০ থেকে ৯৫ ভাগ মানুষের ক্ষেত্রে হেপাটাইটিস বি বা সি তিন থেকে ছয় মাসের মধ্যে ভালো হয়ে যায়। ৫ থেকে ১০ ভাগ যারা ভালো হয় না, তাদের কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। যাদের চিকিৎসা হলো না, ই ও সি শরীরে রয়ে গেল, এদের ভবিষ্যতে অনেক রোগ হতে পারে। যেমন : লিভার সিরোসিস, লিভার ক্যানসার হতে পারে।
বি ও সি-এর ক্ষেত্রে এখন যুগান্তকারী কিছু চিকিৎসা চলে এসেছে। আগে যাঁরা বি ভাইরাস, সি ভাইরাসের কারণে মারা গেছেন, তাঁরা এখন দিব্যি চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করছেন। এখন একে পরিপূর্ণভাবে নিরাময়যোগ্য রোগ বলে মনে করি।