সর্দির সমস্যা কারো কারো বেশি হয় কেন?
সর্দিজনিত সমস্যা কারো কারো তেমন হয় না। আবার কারো কারো খুব বেশি হয়। এর কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৫তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ রাকিব। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনোসাইটিস বা সর্দিজনিত সমস্যা কারো কারো বেশি হচ্ছে। এটি কেন হয়?
উত্তর : মানুষের জীবনধারনের ধরন বিভিন্ন জনের বিভিন্ন রকম। পারিপার্শ্বিকতার একটি প্রভাব রয়েছে এর ওপর। নাক কান গলার বিভিন্ন সমস্যাগুলো তাদেরই বেশি হয় যাদের বাসায় লোক সংখ্যা বেশি থাকে অথবা যাদের আশপাশের পরিবেশ পরিষ্কার না থাকে। ধুলাবালি থেকে বেশি হয়। সেটা আরেকটি বিষয়। এদের ভেতরে একটি বিরাট অংশ যাদের অ্যালার্জির প্রবণতা থাকে, তাদেরই এই সমস্যাগুলো বার বার হতে দেখা যায়। দেখা যায়, সাধারণত একবার চিকিৎসা নিলে অন্যরা যেখানে ভালো হয়ে যাচ্ছে, সেখানে তাদের একই রোগে দীর্ঘদিন চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা নেওয়ার পরও কাঙ্ক্ষিত মানের উপকার তারা পায় না।