সাইনোসাইটিস কী, জানেন?
সাইনোসাইটিস একটি প্রচলিত সমস্যা। অনেকে সাধারণত মাথাব্যথাকে সাইনোসাইটিস বলে ভুল করেন। তবে সাধারণ মাথাব্যথা থেকে সাইনোসাইটিসের ব্যথার উপসর্গগুলো কিছুটা ভিন্ন হয়। সাইনোসাইটিসের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৫তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ রাকিব। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনোসাইটিস বিষয়টি কি ? এতে কী সমস্যা হয়?
উত্তর : আমাদের নাকের আশপাশেই যে মুখমণ্ডলের হাড়গুলো রয়েছে, এগুলোকে আমরা মেক্সিলার বলি- দুই চোখের মাঝখানের অংশকে আমরা ইকময়ডাল এড়িয়া বলি, এগুলো ফাঁপা হাড়- এগুলো নাকের আশপাশেই অবস্থিত। নাকের ভেতরেই তাদের সর্দি নিঃসৃত করে। এসব জায়গায় বাতাস চলাচল করে। যত দিন পর্যন্ত ফ্রি বাতাস থাকে, তত দিন পর্যন্ত সাইনাসের সমস্যা সৃষ্টি হয় না। তবে যখনই ঘন ঘন সর্দি লাগা অথবা নাকের অ্যালার্জি কোনো কারণে হয়, যখন সাইনাসের এই যোগাযোগগুলো ব্ন্ধ হয়ে যায়, তখনই এর ভেতর প্রদাহ সৃষ্টি হয়। একে আমরা সাইনোসাইটিস বলি।
অনেকে ভাবেন মাথাব্যথা মানেই সাইনোসাইটিস। অথচ সব মাথাব্যথাই সাইনোসাইটিসের মাথাব্যথা নয়।