নাকে যেসব সমস্যা হয়
সাধারণ থেকে জটিল বিভিন্ন ধরনের সমস্যা নাকে হয়ে থাকে। নাক বন্ধ হওয়ার সমস্যা, সাইনোসাইটিস ইত্যাদি সমস্যা হতে পারে।
নাকে বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৫তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ রাকিব। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : নাকের কাজ ব্যাহত হতে পারে, এ রকম কী কী সমস্যা রয়েছে?
উত্তর : আমাদের নাক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। নাককে আমরা প্রধানত ব্যবহার করি শ্বাস নেওয়ার জন্য। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো নাকের ভেতর যে ঝিল্লি রয়েছে সেখানে আমরা ঘ্রাণ পাই। সেটি নাকের ওপরের দিকে থাকে। বিভিন্ন কারণে এই দুটোরই কাজের সমস্যা হতে পারে। এর মধ্যে প্রায়ই আমরা রোগীদের কাছ থেকে নাক বন্ধ থাকার কথা শুনি। এর সঙ্গে রয়েছে নাকের ভেতর থেকে সর্দি নিঃসৃত হওয়া। এই কারণে সাইনোসাইটিসের সমস্যা তৈরি হওয়া, মাথাব্যথার সমস্যা হওয়া অথবা এই কারণে নাকের ভেতরে রক্তপাতও হতে পারে। একই সঙ্গে নাকের বিভিন্ন উপসর্গের সঙ্গে গলার, কানের বিভিন্ন রোগ নতুন করে জটিলতা তৈরি করতে পারে। ফ্যারিনজাইটিস হতে পারে, নাকের কোনো সমস্যা যদি থাকে,তার কারণে কানের ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের সমস্যা হয়। কানের ইনফেকশন হলে এসব উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে।