জন্ডিস প্রথমে জ্বর নিয়ে প্রকাশ পায়
হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হলে সাধারণভাবে একে জন্ডিস বলা হয়। ভাইরাস আক্রান্ত হলে কতদিন পর সেটি বোঝা যায় এবং জন্ডিসের লক্ষণ কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৭তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শামসুল কবীর। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন ও লিভার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পানি বাহিত ভাইরাস শরীরে প্রবেশ করল বা জন্ডিস হলো- এটা সাধারণত আমরা কত দিন পর বুঝতে পারি? কাদের বেলায় হওয়ার আশঙ্কা থাকে? এবং কী ধরনের লক্ষণ দেখা দিতে পারে?
উত্তর : একেক জনের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একেক রকম। বাড়িতে হেপাটাইটিস দুজনের হলো। বাকি ছয়জনের হলো না। এজন্য বুঝতে হবে যে কার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতখানি। তবে পানি যদি দূষিত হয়, তাহলে ধাপে ধাপে সবার হতে পারে। সাধারণত হেপাটাইটিস এ ও ই তিন থেকে ছয় সপ্তাহ সময় নেয়, শরীরে জীবাণু প্রবেশ করার পর থেকে লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত।
মজার বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে এই যে হেপাটাইটিস, যাকে সাধারণ মানুষ জন্ডিস বলে, শুরুতে কিন্তু জ্বর নিয়ে প্রকাশ পায়। চিকিৎসকের কাছে যায় তীব্র জ্বর নিয়ে। একটি মানুষের ডেঙ্গু হলে, ফ্লু হলে যেরকম লক্ষণ হয়, সেরকম লক্ষণই প্রকাশ পায়। চিকিৎসক কিন্তু প্রথমে জ্বরের চিকিৎসা দেন। এরপর আস্তে আস্তে লিভার ফাংশনে, রক্তের পরীক্ষায় প্রমাণিত হয়, তখন কিন্তু এর চিকিৎসা করা হয়। তখন লিভার রোগ বিশেষজ্ঞের কাছে যান। লিভারের অসুবিধা হলে চিকিৎসক বলেন, আপনার এই হয়েছে আপনি উনার কাছে যান।
রোগ প্রকাশের আগে কিন্তু বলা যাবে না। শুরুতে কিন্তু জ্বর দিয়ে শুরু হয়। শরীর ম্যাজ ম্যাজ করে। কাশি থাকে, সর্দি থাকে। সাধারণ ফ্লু হলে যেরকম হয় সেরকম লক্ষণ হয়।