ডায়াবেটিসের রোগীরা দাঁতের স্কেলিং করতে পারবেন?
দাঁতকে ভালো রাখতে স্কেলিং খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি। এটি দাঁতের বিভিন্ন সমস্যা প্রতিরোধে সাহায্য করে। তবে ডায়াবেটিসের রোগীরা কি স্কেলিং করতে পারেন? নাকি স্কেলিং করলে তাদের দাঁতে কোনো সমস্যা হয়?
এ বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯২তম পর্বে কথা বলেছেন ডা. মো. আসাফুজ্জোহা রাজ। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারে ডেন্টাল বিভাগের পরামর্শক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়াবেটিসের রোগীরা কি স্কেলিং করতে পারবেন?
উত্তর : হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। তবে যাঁদের ডায়াবেটিস রয়েছে, পাশাপাশি যাঁরা উচ্চ রক্তচাপে ভোগেন, তাঁদের বেলায় একটু সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপ থাকলে তাঁদের রক্তনালিগুলো একটু শক্ত হয়ে যায়। অনেকে কিন্তু রক্ত পাতলা করার এক ধরনের ওষুধ খায়। ইকোস্প্রিন গ্রুপের ওষুধ। তাই এই ওষুধটি খাওয়া হয় কি না, সেটি আগে চিকিৎসককে জানিয়ে নিতে হবে । কারণ, স্কেলিং কিন্তু এক ধরনের ছোট সার্জারি। এই ওষুধটি যাঁরা খান, তাঁদের ক্ষেত্রে দেখা যায় এটি থেকে অনেক রক্তপাত হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ওষুধটি সাময়িক বন্ধ রেখে স্কেলিং করা যায়। কোনো অসুবিধা নেই।