আঁকাবাঁকা শিরার কারণ জানেন?
আঁকাবাঁকা শিরার সমস্যা অনেকেরই হয়। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। আঁকাবাঁকা শিরার কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯৯তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আঁকাবাঁকা শিরার পেছনে কি কোনো কারণ রয়েছে?
উত্তর : এর পেছনে আসলে বড় কিছু কারণ কাজ করে। ভেরিকস ভেন (আঁকাবাঁকা শিরা) যিনি আবিষ্কার করেছেন, তিনি আসলে নামকরণ করেছেন ট্রাফিক পুলিশ ডিজিস বলে। কারণ তার ধারণা ছিল, ট্রাফিক পুলিশরা দাঁড়িয়ে থাকেন, তাই তাঁর এই রোগ বেশি হয়।
রোগগুলো নিয়ে যেহেতু ভাবতে হয়, তাই আমাদেরও গবেষণা করতে হয়। আমি একটি হিসাব করে দেখেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে কাদের বেশি হয়। যারা দাঁড়িয়ে থাকে। মায়েরা রান্না করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। শিক্ষক যাঁরা, চিকিৎসক, নার্স যাঁরা, যাঁরা ডিফেন্সে কাজ করেন, তাঁদের বেশি হয়। আমার কাছে সবচেয়ে বেশি সংখ্যক রোগী মধ্যপ্রাচ্য থেকে আসেন। শ্রমিক শ্রেণি যাঁরা রয়েছেন, তাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন। তাঁরা কিন্তু দেখা যায় এখানে চলে আসেন। বাবুর্চিদের এ রকম হয়।
গার্মেন্ট শ্রমিক ভাইদের দেখা যায়, দাঁড়িয়ে থাকার কারণে এই রোগের প্রকোপ বেশি। এগুলো হলো কারণ। তবে নারীদের জন্য সবচেয়ে প্রচলিত হলো যখন তাঁরা মা হতে যান, এ সময় অনেকেরই রগগুলো আঁকাবাঁকা হয়। কারো কারো ক্ষেত্রে প্রসবের পর এটি ঠিক হয়। বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায়, ঠিক হয় না। আর আরেকটি কারণ দেখা গেছে সেটি হলো বংশের প্রভাব। মায়ের থাকলে সন্তানের হচ্ছে। এর কিছুটা প্রভাব আমরা দেখে থাকি।