প্রতিদিন চুল পরিষ্কার করলে কি চুল নষ্ট হয়ে যায়?
প্রকৃতপক্ষে ময়লাই হচ্ছে চুলের আসল শত্রু। চুলে ধুলা-ময়লা লেগে থাকলে তা চুলের বাহ্যিক আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে। ময়লা হলে চুল পরিষ্কারের মাধ্যমে চুলের ময়লা ও মাথার ত্বকের মৃত কোষ দূর করাটাই আসল কাজ।
চুল পরিষ্কার থাকলে মাথার ত্বকের সেবামগ্রন্থি থেকে নিঃসৃত তৈলাক্ত পদার্থ প্রতিটি চুলের গায়ে সমভাবে ছড়াতে পারে। এতে চুল দেখতে চকচকে লাগে। আর চুল পরিষ্কার করা মানেই ভালো শ্যাম্পু, কোমল সাবান দিয়ে ধোয়া। কেউ কেউ দৈনিক চুল ধোয়া নিয়ে দ্বিধায় থাকেন। তাঁদের ধারণা, দৈনিক ধুলে চুল উঠে যায় এবং চুলের উজ্জ্বলতা নষ্ট হয়। আসলে এই ধারণা ঠিক নয়; বরং ময়লা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক চুল পড়ে যায়। পরিষ্কার রাখলেই চুল কম পড়বে এবং উজ্জ্বল থাকবে। চুল পড়া রোধে তথা পরিষ্কার রাখতে প্রতিদিন চুল ধোয়ার কোনো বিকল্প নেই। তবে যদি ময়লা না হয়, সে ক্ষেত্রে সপ্তাহে দুই থেক তিনবার চুল ধুলেই চলে।
চুল শরীরের একটি অঙ্গ। এর কোনো সমস্যা চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় কোনো না কোনো রোগ হিসেবে চিহ্নিত। কাজেই চুল সমস্যার সমাধান খুঁজতে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই যুক্তিযুক্ত।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।