মাথাব্যথার সমস্যা সমাধানে করণীয়
মাথাব্যথা কমবেশি সবারই হয়। মাইগ্রেন হেডঅ্যাক, টেনশন হেডঅ্যাক ইত্যাদি কারণে মাথাব্যথা হয়ে থাকে।
মাথাব্যথার চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১০তম পর্বে কথা বলেছেন ডেলটা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান।
প্রশ্ন : মাথাব্যথার ক্ষেত্রে করণীয় কী?
উত্তর : টেনশন হেডঅ্যাক যদি হয়, মানসিক চাপমুক্ত জীবন যাপনের মাধ্যমে আমরা সমস্যা কমাতে পারি। রোগীকে কাউন্সেলিং করতে পারি, কিছু ওষুধ দিই। মানসিক চাপযুক্ত অবস্থা থেকে সরে আসতে বলি। ঘুম যদি ঠিকমতো হয়, সমস্যা অনেকটা কমে। মস্তিষ্কের ওপর চাপ যদি কমে যায়, তাহলে সে ভালো থাকতে পারে।
মাইগ্রেন মেয়েদের বেশি হয়, ছেলেদের তুলনায়। ছেলেদের হবে না সেটি নয়, তবে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। একটি বয়সে এরা একদম ভালো হয়ে যায়। সাধারণত চল্লিশ বছরের ওপরে উঠলে মাইগ্রেনের আর সে রকম প্রকোপ থাকে না। অনেকে ভালো হয়ে যায়। আবার অনেকের হয়, তবে প্রকোপটা কমে আসে। মাইগ্রেনের কিছু চিকিৎসা রয়েছে। ওষুধ দিয়ে প্রতিরোধমূলক কাজ করা যেতে পারে।