‘১৮ বছর বয়স থেকে হৃদরোগ নির্ণয়ে পরীক্ষা করান’
হৃদরোগ নির্ণয়ে স্ক্রিনিং একটি জরুরি বিষয়। আর এখন তরুণ বয়সেও অনেকের হৃদরোগ হতে দেখা যায়। তাই ঝুঁকি এড়াতে তরুণ বয়স থেকেই হৃদরোগ নির্ণয়ে পরীক্ষার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এম এ রশীদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
প্রশ্ন : হৃদরোগ নির্ণয়ে স্ক্রিনিং (পরীক্ষা) কীভাবে করেন আপনারা?
উত্তর : এখন যেহেতু তরুণদেরও হৃদরোগের সমস্যা হয় তাই ১৮ বা ২০ বছর বয়স থেকে হৃদরোগ নির্ণয়ে পরীক্ষা করানো ভালো। এ বয়স থেকে হৃদরোগ নির্ণয়ে পরীক্ষা করান।
স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা রক্তের ব্লাড সুগারের মাত্রা কেমন রয়েছে সেটি দেখি, রক্তে কোলেস্টেরলের মাত্রা কেমন রয়েছে সেটি দেখি। পাশাপাশি রুটিন পরীক্ষাগুলো করা হয়। যদি পরীক্ষার পদ্ধতির মধ্যে তাকে দ্রুত নিতে পারি, তাহলে এসব ক্রনিক (দীর্ঘমেয়াদি) রোগ আমরা অনেকভাবে প্রতিরোধ করতে পারব।
এখন সংক্রামক রোগগুলো নিয়ন্ত্রণ হয়ে গেছে। তবে অসংক্রামক রোগগুলো বাড়ছে। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ এখন বেড়ে যাচ্ছে। এটি অসুবিধা।