অস্ত্রোপচারের সময় অজ্ঞান করার পদ্ধতিটি কেমন?
অস্ত্রোপচারের সময় অ্যানেসথেশিয়া দিতে হয় বা অজ্ঞান করতে হয়। এই প্রক্রিয়াটি কেমন হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান। বর্তমানে তিনি বারডেমের অ্যানেসথেশিয়া বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন রোগীকে অজ্ঞান করার প্রক্রিয়াটি কেমন হয়?
উত্তর : সাধারণত আমরা একটি ঘুমের ওষুধ দেই। রোগী শুধু জানতে পারে যে একটি ঘুমের ওষুধ দেওয়া হবে। এরপরের প্রক্রিয়াগুলো রোগীর জানার কথা নয়। সে প্রক্রিয়াতে রোগীকে আমরা অ্যানেসথেশিয়া দেই,গ্যাসগুলো দেই। সেগুলো দেওয়ার সময় মুখের মধ্যে ল্যারিংস বা টারকিয়া বলে অংশ রয়েছে সেখানে নল দেই। এটি করা হয় নিরাপদ রাখার জন্য। নল দিয়ে আমরা পুরো প্যারালাইস করে ফেলি। এটা দিলে সে আর শ্বাস নিতে পারে না। তখন আমরা তাকে নিজের হাতে ভ্যান্টিলেট করি বা মেশিন দিয়ে ভ্যান্টিলেট দেই। আর তাকে পর্যবেক্ষণ করতে হবে। সে সুস্থ রয়েছে কি না দেখি। তার রক্তের চাপ, পালস, ব্লাড প্রেশার দেখি।
প্রশ্ন : সেই পর্যবেক্ষণের সময় হেরফের দেখলে কি দ্রুত ঠিক করা যায়?
উত্তর : আমাদের তো ওই জ্ঞানটাই দেওয়া হয়। অ্যানেসথেশিয়া দেওয়ার পর তার শরীরের ওপর যে প্রভাব পড়ছে, সেটি যে ক্ষতি করবে, সেটি থেকে মুক্ত রাখার জন্য লেখাপড়ায় দুই/ তিন বছরের কোর্স, পাঁচ বছরের কোর্স করানো হয়।