‘জেনারেল অ্যানেসথেশিয়ার পদ্ধতি এখন অনেক উন্নত’
একটি সময় ছিল যখন রোগী অস্ত্রোপচারের সময় অজ্ঞান করা বা জেনারেল অ্যানেসথেশিয়ার বিষয়টি নিয়ে বেশ ভীত থাকত। তবে বর্তমানে অস্ত্রোপচারের সময় অজ্ঞান করার পদ্ধতিটি বা জেনারেল অ্যানেসথেশিয়র পদ্ধতির বেশ উন্নতি ঘটেছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান। বর্তমানে তিনি বারডেমে অ্যানেসথেশিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জেনারেল অ্যানেসথেশিয়ার বিষয়টিতে কতখানি উন্নতি ঘটল? কতটুকু আধুনিক হলো বিষয়টি?
উত্তর : উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি বলতে পারেন। অনেক ভালো ওষুধ এসেছে যেগুলো শরীরের জন্য অতটা ক্ষতিকর নয়। রোগীকে যখন আমি অজ্ঞান করে রাখি তখন যন্ত্রের মাধ্যমে, চোখের সামনে সবকিছু দেখতে পাই। তার রক্তের অক্সিজেনের পরিমাণ, তার রক্তে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ, তার পালস, তার উচ্চ রক্তচাপ, তার চেতনার বিলুপ্ত হওয়া, সব দেখি। অনেক যন্ত্রপাতি প্রয়োগ করার কারণে এই পুরো ফিজিওলজিটা আমাদের চোখের সামনে চলে এসেছে।