কোন ধরনের ফিলিং দাঁতের জন্য ভালো?
দাঁতের ক্ষয়রোধে সাধারণত ফিলিং করা হয়। তবে ফিলিংয়েরও কিছু ধরন রয়েছে। কোন ধরনের ফিলিং দাঁতের জন্য ভালো, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৩তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন।
বর্তমানে তিনি রতন’স ডেন্টালের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোন ফিলিং দাঁতের জন্য ভালো?
উত্তর : কোনো জিনিসকে অবহেলা করা যাবে না। যখন কোনো ধরনের ফিলিং ছিল না তখন মেটাল ফিলিং ছিল। মার্কারি ফিলিং ছিল। মার্কারি, আলোয় মিশিয়ে ফিলিং দেয়া হতো। একে স্থায়ী ফিলিং বলা হতো। ওই ফিলিং দেখতে এক রঙের। কিন্তু ওই ফিলিংটা এখন আন্তর্জাতিকভাবে বন্ধ। মার্কারি থাকার কারণে এটি কারসিনোজেনিক। এটি থেকে অনেক ক্যানসার ছড়াতে পারে। ফুসফুসের ক্যানসার হতে পারে, স্তন ক্যানসার হতে পারে, অন্যান্য ক্যানসার হতে পারে। এটি বিষাক্ত।
আমি ১৯৯২ সাল থেকে এখনো একটি মার্কারি ফিলিং করিনি। মার্কারি ম্যাটেরিয়ালস আমি কিনিওনি। আমি জানছি এটি ক্ষতিকর। এখন অনেক অগ্রবর্তী ফিলিং বের হয়েছে দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে, সেগুলো ভালো। প্রত্যেক ফিলিং পাঁচ বছর পরপর পরিবর্তন করা উচিত। তবে রোগীরা মনে করে একবার ফিলিং দিয়েছে এটি আর পরিবর্তন করার দরকার নেই। মজার বিষয় হলো যতটুকু ক্ষয় হয়, আবার ততটুকু ফিলিং দিয়ে দেওয়া যায়। দাঁতের রঙের সঙ্গে ম্যাচ করে কিছুই বোঝা যায় না। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি বলব, এ বিষয়ে রোগীদের সচেতন হওয়া উচিত। বিশেষজ্ঞ দন্ত্য চিকিৎসকের কাছে যাওয়া উচিত।