হাতের শুষ্কতা কমাতে চার উপায়
শীতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এর প্রভাব পড়ে আমাদের হাতের ওপর। আর গৃহস্থালি কাজ করার কারণেও হাত অনেক সময় শুষ্ক হয়ে যায়। হাতের শুষ্কতা কমাতে কিছু উপায়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. জলপাইয়ের তেল
ত্বকের শুষ্কতা কমাতে জলপাইয়ের তেল বেশ উপকারী। আক্রান্ত স্থানে জলপাইয়ের তেল মেখে এক ঘণ্টা রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন বিষয়টি অনুসরণ করুন।
২. কাঠবাদাম
কাঠবাদামের তেল ত্বকের শুষ্কতা কমাতে আরেকটি চমৎকার ঘরোয়া উপাদান। এই শীতে হাতকে নরম ও সুন্দর রাখতে কাঠবাদামের তেল ব্যবহার করতে পারেন।
৩. মধু
ত্বকের শুষ্কতা কমাতে মধুও উপকারী। আক্রান্ত ত্বকে মধু লাগান এবং ৩০ থেকে ৩৫ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন এই পদ্ধতি অনুসরণ করুন।
৪. নারকেল তেল
হাতের শুষ্কতা কমাতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এর মধ্যে ময়েশ্চার করার উপাদান রয়েছে। এটি ব্যবহারে বেশ ভালো ফলাফল পাওয়া যায়। হাতের শুষ্কতা কমাতে প্রতিদিন নারকেল তেল মাখুন।