থাইরয়েড গ্রন্থিতে যেসব সমস্যা হয়
থাইরয়েড শরীরের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এই গ্রন্থির নানা সমস্যা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৬তম পর্বে কথা বলেছেন ডা. নুরুন নাহার। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস বিএমএমের পরিচালক হিসেবে কর্মরত।
প্রশ্ন : থাইরয়েড গ্রন্থির কাজ কী?
উত্তর : থাইরয়েড একটি ছোট গ্রন্থি। এই গ্রন্থি আমাদের গলার সামনে থাকে। এখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। থাইরয়েড হরমোন আমাদের শরীরের সব কাজকে নিয়ন্ত্রণ করে। এটি শারীরিক ও মানসিক কাজ করে। ছোট বাচ্চার বৃদ্ধি থেকে শুরু করে, সবকিছু নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন। কাজেই থাইরয়েড হরমোন যদি কম থাকে বা বেশি থাকে, সেখানে কিছু সমস্যা হয়। থাইরয়েড গ্রন্থির প্রধান সমস্যাগুলো হলো হাইপোথাইরয়েডিজম। অর্থাৎ থাইরয়েড গ্রন্থি কম কাজ করে। আরেকটি হলো হাইপার থাইরয়েডিজম। মানে থাইরয়েড গ্রন্থি বেশি কাজ করে। এ ছাড়া থাইরয়েড গ্রন্থির প্যাথোলজিক্যাল কিছু সমস্যা হতে পারে। যেমন যদি থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায়, থাইরয়েড হরমোন যেহেতু আয়োডিন দিয়ে তৈরি হয়, তাই আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি বড় হতে পারে। একে গলগণ্ড রোগ বলা হয়। কখনো কখনো থাইরয়েড গ্রন্থির টিউমারও হতে পারে। টিউমারগুলো ছোট থেকে বড় সমস্যা করতে পারে। এমনকি ক্যানসারও তৈরি করতে পারে।