লেসিক কাদের করা হয়?
চোখের দৃষ্টিশক্তিজনিত সমস্যা সমাধানে আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি লেসিক। লেসিক সব রোগীকেই করা হয় না। লেসিক করার আগে কিছু বিষয় খেয়াল করতে হয়।
লেসিক কাদের করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১১তম পর্বে কথা বলেছেন ডা. জালাল আহমেদ।
বর্তমানে তিনি বাংলাদেশ আই হসপিটালস ও ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লেসিক দেওয়ার ক্ষেত্রে কীভাবে রোগী নির্বাচন করেন?
উত্তর : একটি হলো যে বয়সের একটি বিষয় রয়েছে। যদি আঠারোর কম বয়স হয়, তাদের আমরা লেসিক করতে বলি না। কারণ, বৃদ্ধিটা তখন স্থিতিশীল হয় না। যাদের আঠারোর বেশি বয়স, গত এক বছর যাদের পাওয়ারের কোনো পরিবর্তন হয়নি, এদের আমরা লেসিক করতে পারি। তবে আরো পরীক্ষা রয়েছে। লেসিক করতে হলে বয়সটা আঠারোর ওপর হতে হয়। যাদের গত এক বছরের পাওয়ারের পরিবর্তন হয়নি; তাদের করা যায়, যাদের কর্নিয়ার একটি নির্দিষ্ট মাপ রয়েছে, তাদের শুধু করা যায়। পাওয়ারের পরিমাণ রয়েছে। আটের বেশি যাদের, তাদের করা একটু কঠিন। যাদের একের কম, তাদের এটি করার দরকার নেই। গর্ভাবস্থায় এটি করতে মানা করা হয়।