শীতে কি খুশকি বাড়ে?
শীতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এই সময়টায়। শীতে অনেকেই অভিযোগ করেন খুশকি বাড়ার বিষয়ে। আসলেই কি শীতে মাথার খুশকি বাড়ে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন রোগ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মাথার খুশকির সঙ্গে কি শীতের কোনো সম্পর্ক রয়েছে?
উত্তর : হ্যাঁ, খুশকি শীতকালে বেড়ে যায়। খুশকিকে আমরা এক ধরনের এক্সিমা বলি। খুশকি যার হয়েছে, তার কিন্তু সহজে সারে না। এই জন্য আমরা মাথায় সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে বলি অতিরিক্ত গোসল করতেও নিষেধ করা হয়। এ ছাড়া অন্যান্য পণ্য (ডাই, স্ট্রেটনার ইত্যাদি) ব্যবহার থেকে আমরা সাধারণত বিরত থাকতে বলি। খুশকি কমাতে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। যাদের শীতে বাড়ে, তাদের শীত কমে গেলে খুশকি অনেকটা কমে আসে।