ত্বকের শুষ্কতা কম হয় তরল সাবান ব্যবহারে
অতিরিক্ত সাবান ব্যবহার ত্বকের শুষ্কতা বাড়িয়ে তোলে। তবে লিকুইড বা তরল সাবান বা শ্যাম্পু শুষ্কতা কিছুটা কম করে। তাই অতিরিক্ত সাবান কম ব্যবহার করে তরল সাবান ব্যবহারের পরামর্শ দেন বিশিষ্টজনরা।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন রোগ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ত্বকের শুষ্কতা যেন কম হয়, সেই জন্য কোনো বিশেষ ধরনের সাবানের প্রতি কি আপনারা পরামর্শ দেন?
উত্তর : ওই রকমভাবে আমরা বলি না। তবে লিকুইড সাবান কিছুটা ভালো। এ জায়গায় শ্যাম্পু ব্যবহার করতে পারেন। মাথায় যে শ্যাম্পু ব্যবহার করি সেটি শরীরে ব্যবহার করে গোসল করে নিতে পারি। এতে কিছুটা হলেও সাবানের তুলনায় বেশি উপকার পাওয়া যাবে। শ্যাম্পু বা তরল সাবান ব্যবহার করলে শুষ্কতা কিছুটা কম হবে। তবে অতিরিক্ত সাবান ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো।