রক্তচাপ কখন ক্ষতিকর?
রক্তচাপ মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। রক্ত প্রবাহিত না হলে মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। তবে এই রক্তচাপ কোন পর্যায়ে গেলে ক্ষতিকর, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফারহাদ উদ্দীন।
বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রক্তচাপ কখন ক্ষতিকর?
উত্তর : একজন মানুষের বেঁচে থাকতে হলে তার সুনির্দিষ্ট রক্তচাপ প্রয়োজন। তা ছাড়া রক্ত প্রবাহিত হবে না, মানুষের পক্ষে বেঁচে থাকাও সম্ভব নয়। তবে এর একটি নির্দিষ্ট স্বাভাবিক মাত্রা রয়েছে। এই মাত্রার ওপর উঠে গেলেই তখন আমরা একে বলি উচ্চ রক্তচাপ। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাইপারটেনশন সোসাইটির যে নির্দেশনা রয়েছে, সে অনুযায়ী, স্বাভাবিক মাত্রা হলো ১২০ ও ৮০-এর নিচে। অর্থাৎ সিস্টোলিক ১২০, ডায়াস্টোলিক ৮০। এর ওপরে উঠে গেলে ১৩০ পর্যন্ত বলা হয় এলিভেটেড ব্লাডপ্রেশার, তখনো বলা হচ্ছে ৮০ স্বাভাবিক। এরপর ১৪০ যখন উঠে যাবে, তখন একে বলা হচ্ছে সিস্টোলিক হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। আর আশির ওপরে যখন উঠে যাবে, তখন একে বলা হচ্ছে ডায়াস্টোলিক হাইপারটেনশন। তাই ১৪০-এর বেশি বা আশির বেশি হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। আর এটি ক্ষতিকর।