জরুরি অবস্থায় কখন হাসপাতালে যাবেন?
কখনো কখনো স্বাস্থ্যগত কিছু জটিল অবস্থা তৈরি হয়, যখন হাসপাতালে যাওয়া খুব জরুরি হয়ে পড়ে। এ ধরনের অবস্থায় সুচিকিৎসার ব্যবস্থা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
এমন কিছু অবস্থার কথা জানানো হলো যখন হাসপাতালে যাওয়া জরুরি।
- ট্রাফিক দুর্ঘটনা বা কর্মস্থলে যন্ত্রপাতিজনিত দুর্ঘটনা ঘটলে। যেকোনো কারণে মাথায় আঘাত পেলে এবং নাক, কান, বা মুখ দিয়ে রক্তপাত হতে থাকলে, বমি হলে এবং মুর্ছা গেলে বা তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা দিলে।
- যেকোনো কারণে চেতনা লোপ পেলে।
- হাড়ের জয়েন্ট ছুটে গেলে বা হাড় ভেঙ্গে গেলে।
- হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসটান শুরু হলে বা সাময়িকভাবে শ্বাস বন্ধ হয়ে গেলে।
- হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে এবং তা ধীরে ধীরে বাড়তে থাকলে।
- যেকোনো ধরনের রক্তক্ষরণ শুরু হলে এবং সেটি সাধারণভাবে বন্ধ না হলে।
- নাক, কান ও গলার ভেতর কিছু ঢুকে অসুবিধার সৃষ্টি হলে।
- ইচ্ছাকৃত বা ভুলবশত যেকোনো ওষুধ বেশি মাত্রায় সেবন করলে।
- সাপে কাটলে, বেশি পুড়ে গেলে, রক্ত বমি হলে।
- শিশুদের জ্বর ও খিঁচুনি হলে।
- জন্মের পর পরই শিশু কান্না না করলে।
- শরীর নীল হয়ে গেলে, শ্বাসকষ্ট শুরু হলে।
- গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হলে।
- কিংবা অল্প প্রসব বেদনার সঙ্গে পানি ভাঙলে।
- খাবারে অ্যালার্জির কারণে সারা শরীর ফুলে গেলে, শ্বাসকষ্ট হলে। একই অসুবিধা কোনো ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে হলে।
- বিষ জাতীয় কিছু খেয়ে ফেললে।
মোট কথা যেকোনো স্বাস্থ্য সমস্যায় কষ্ট বা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে।
লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ