‘বন্ধ্যত্ব রোগ নয়, একটি সমস্যা’
একটি দম্পতি কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করে এক বছর একসঙ্গে থাকার পর সন্তান ধারণ না করলে সাধারণত একে বন্ধ্যত্ব বলা হয়। অনেক সময় এর কারণ জানা যায়, আবার অনেক সময় কারণ অজানাই থাকে।
বন্ধ্যত্বের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭১তম পর্বে কথা বলেছেন ডা. সালেহা বেগম চৌধুরী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাইনি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাংলাদেশে বন্ধ্যত্বের পরিস্থিতি কী? কখন একজন দম্পতিকে বন্ধ্যত্বের সমস্যায় ভুগছে বলে ধরে নেওয়া হবে?
উত্তর : বন্ধ্যত্ব কোনো রোগ নয়। এটি একটি সমস্যা। একটি দম্পতির এই সমস্যা হতেই পারে। যদি একটি দম্পতিকে ধরি, সারা জীবনে এর আশঙ্কা থাকে ১০ থেকে ১৫ ভাগ। কিন্তু এর সঙ্গে অবশ্য বয়সের সম্পর্ক রয়েছে। এটা পুরুষেরও হতে পারে, মেয়েরও হতে পারে। তবে মেয়েদের বয়স যদি পঁয়ত্রিশের ওপরে হয়, তাহলে এই সমস্যা দ্বিগুণও হতে পারে। তবে এই বন্ধ্যত্বের চিকিৎসা রয়েছে। এটি ধাপে ধাপে করা হয়।