‘আক্কেল দাঁত বেশি কাজে লাগে না’
সাধারণত মাড়ির একেবারে শেষের দাঁতটিকে আক্কেল দাঁত বলে। আক্কেল দাঁতের কাজের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭২তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন।
ডা. সৈয়দ তামিজুল আহসান রতন বর্তমানে রতন’স ডেন্টালে প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আক্কেল দাঁতের কোনো কার্যকারিতা রয়েছে, খাবারের ক্ষেত্রে বা চিবানোর ক্ষেত্রে?
উত্তর : আমরা বলি, উপরের দাঁত নিচের দাঁত দুটো চিবাবার কাজে লাগে। যদি আক্কেল দাঁত নিচেরটাতে সমস্যা দেখা দেয়, ওপরেরটা রেখে আমি কী করব? ওপরেরটা আরো উল্টো বড় হয়ে যায়। তার ঘা হয়ে যায়। অনেকে বলে, নিচেরটা আমার সমস্যা, আপনি নিচেরটা ফেলেন।
আসলে আক্কেল দাঁত খুব বেশি কাজে লাগে না। সাত নম্বর পর্যন্ত দাঁত থাকলেই যথেষ্ট। সাতের পরে আট নম্বর দাঁতের কোনো দরকার হয় না। আক্কেল দাঁতের সমস্যায় শেষ পর্যন্ত যখন মুখ বন্ধ হয়ে যায়, তখন মুখ খোলা খুব কঠিন হয়ে যায়।