ক্যানসার ঠেকাবে অ্যাসপিরিন?
কয়েক বছর আগে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছিলেন, প্রতিদিন নিম্নমাত্রার অ্যাসপিরিন ওষুধ সেবনে হৃদরোগের ঝুঁকি কমে। তবে গত বছর ওই সুপারিশটি বাতিল হয়ে যায়। কিছু গবেষক তখন বলেন, যাঁদের কার্ডিয়াক সমস্যা নেই, প্রতিদিন অ্যাসপিরিন সেবন তাঁদের জন্য কেবল অপ্রয়োজনীয়ই নয়, ক্ষতিকরও। এবং এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে না।
তবে সম্প্রতি আরেকটি গবেষণায় ইউনাইটেড স্টেট প্রিভেনটিভ সার্ভিস টাস্কফোর্সের একদল বিশেষজ্ঞ জানান, প্রতিদিন অ্যাসপিরিন সেবন হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কোলরেক্টাল ক্যানসার প্রতিরোধ করে।
হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বিভাগের মাধ্যমে নিযুক্ত একদল স্বাধীন চিকিৎসক বলেন, যেসব লোকের বয়স ৫০ থেকে ৬৯, তাঁরা যদি প্রতিদিন অ্যাসপিরিন সেবন করেন, তাহলে হৃদরোগের ঝুঁকি কমে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা আরো বলেন, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন অ্যাসপিরিন সেবনে পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। পাকস্থলী ও মস্তিষ্কের রক্তক্ষরণের কারণ হতে পারে এটি। তাই বিশেষজ্ঞরা বলেন, ৫০ বছরের নিচে এবং ৭০ বছরের ওপরে প্রতিদিন অ্যাসপিরিন সেবন করা যাবে না।
যুক্তরাষ্ট্রের মেডিকেল অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো সুপারিশ করেছে, ক্যানসার প্রতিরোধের জন্য নিয়মিত অ্যাসপিরিন সেবন করা যাবে। গবেষণায় আরো বলা হয়, ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য অ্যাসপিরিন খুবই কার্যকর। বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস।
তবে এই খসড়া প্রতিবেদনের কিছু সমালোচনাও রয়েছে। সমস্যার বিষয় হলো, যাঁদের শরীর সম্পূর্ণ ভালো, সেসব মানুষ এটা গ্রহণ করলে ভালোর চেয়ে সমস্যাই বেশি হতে পারে।
তাই প্রতিদিন অ্যাসপিরিন সেবনের এই পদ্ধতি মেনে চলার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুপারিশ করেছেন গবেষকরা।