বড়দের কানের যত্নে করণীয়
শরীরের প্রত্যেকটি অঙ্গের যত্নের মতোই কানের যত্ন নেওয়া জরুরি। কানের যত্নের বিষয়ে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৭তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : বড়দের কানের যত্নে করণীয় কী?
উত্তর : দৈনন্দিন কাজের ক্ষেত্রে বলব যেন কানের অযত্ন না করে। অর্থাৎ কানে যেন জোর করে যত্ন করা না হয়, তাহলেই কানের যত্ন নেওয়া হবে। কানে কোনো রকম হাত দেওয়া যাবে না। কান যদি চুলকায়, ব্যথা হয়, প্রদাহ হয়, যদি কোনো ধরনের অস্বস্তি অনুভব করেন, ধারের কাছের যেকোনো রেজিস্ট্রার প্র্যাকটিশনারের কাছে গেলেই চিকিৎসা করাতে পারবেন।
আরেকটি বিষয় কানের অযত্নের মধ্যে পড়ে, আর সেটি হলো টানা হেডফোন কানে লাগিয়ে রাখা। এটি করা যাবে না। এর কারণে কিন্তু অনেকে বধির হয়ে যাচ্ছে। শব্দটা সরাসরি গিয়ে আঘাত করে। কাজেই কানের যত্ন করতে গেলে কানে কোনো রকম প্রবেশ করাবেন না, হেডফোন হোক আর যাই হোক না কেন।