অ্যানেসথেসিয়া কীভাবে দেওয়া হয়?
সার্জারির সময় অজ্ঞান করার বিষয়টিকে অ্যানেসথেসিয়া বলে। কীভাবে অ্যানেসথেসিয়া দেওয়া হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৩তম পর্বে কথা বলেছেন ডা. চঞ্চল কুমার দেবনাথ।
ডা. চঞ্চল কুমার দেবনাথ বর্তমানে বিআরবি হাসপাতালে এনেস্থেসিওলজি ( নিউরো) বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কীভাবে অ্যানেসথেসিয়া দেওয়া হয়?
উত্তর : একটি রোগীর যখন সার্জারি হয়, তখন সে সার্জারির পূর্ববর্তী অবস্থা ও পরবর্তী অবস্থা বুঝতে পারে। তবে এর মাঝখানে যে অ্যানেসথেসিওলজিস্টের ভূমিকা ছিল, এটি যদি জেনারেল অ্যানেসথেসিয়া হয়, এটি সে জানতে পারে না। এটি তার জানার অধিকার রয়েছে। প্রি অ্যানেসথেটিক চেকআপ, প্রি অ্যানেসথেটিক প্রস্তুতি, এগুলো যদি হতো, তাহলে সে জানতে পারত। এটি সব জায়গায় হওয়া উচিত।
জেনারেল অ্যানেসথেসিয়াতে কী করা হয়, আপনি জানতে চেয়েছেন। জেনারেল অ্যানেসথেসিয়াতে সম্পূর্ণভাবে একটি রোগী অজ্ঞান হয়ে থাকে। সহজ ভাষায় বলা হয়, তাকে ঘুম পাড়ানো হয়। ঘুমের মধ্যে আমরা ব্যথা পাই। তবে এখানে রোগী যেন ব্যথা না পায়, তার ব্যবস্থাও করা হয়। একটি সার্জারি যখন চলবে, তখন যদি রোগী নড়াচড়া করে, তখন সার্জারি করতে পারব না। উনি যেন নড়াচড়া করতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়। যেন কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিতে পারে, সে ব্যবস্থাও করে থাকি। শ্বাসনালিতে আমরা এক ধরনের টিউব ব্যবহার করে তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে থাকি।
রক্তের অক্সিজেনের মাত্রা, কার্বন-ডাই অক্সাইডের মাত্রা, এগুলো সব আমরা ব্যবস্থাপনা করি। আর আরেকটি বিষয় যেটি রয়েছে, সেটি হলো, আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, এগুলো বেশিরভাগই হলো কার্ডিও ডিপ্রেসিন ড্রাগ। সেই ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করে ওষুধ নিতে হয়। আরেকটি বিষয়, এখন যে আধুনিক ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, এতে রোগী খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।