টেস্ট টিউব বেবির খরচ কেমন?
বন্ধ্যত্বের সমস্যা সমাধানে টেস্ট টিউব বেবি একটি আধুনিক পদ্ধতি। বাংলাদেশে টেস্ট টিউব বেবির খরচ কেমন, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. কামরুন নেসা।
অধ্যাপক ডা. কামরুন নেসা বর্তমানে বিআরবি হাসপাতালের গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ও পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : টেস্ট টিউব বেবির খরচ কেমন? সরকারি পর্যায়ে কি কোনো ব্যবস্থা রয়েছে?
উত্তর : বাংলাদেশে এখনো সরকারি পর্যায়ে টেস্ট টিউব বেবির ব্যবস্থা করা যায়নি। খরচ আসলে নির্ভর করে রোগের অবস্থার ওপরে, কতটুকু ওষুধ তার লাগছে তার ওপর। সেই ক্ষেত্রে দুই লাখ থেকে চার লাখ টাকা লাগে। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও লেগে যায়। তিন থেকে চার লাখ টাকা খরচ হয়।