রক্তস্বল্পতা নির্ণয়ের পরীক্ষা কী?
রক্তস্বল্পতায় নারীরা বেশি ভোগেন। আয়রনের ঘাটতি রক্তস্বল্পতার প্রধান কারণ। দুর্বলতা, বুক ধড়ফড় করা, একটু কাজ করেই হাঁপিয়ে ওঠা ইত্যাদি রক্তস্বল্পতার লক্ষণ। রক্তস্বল্পতা নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়।
রক্তস্বল্পতা নির্ণয়ের পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮২তম পর্বে কথা বলেছেন ডা. সালমা আফরোজ বর্তমানে বারডেম জেনারেল হসপিটালের ট্রান্সফিউশন মেডিসিন ও ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রক্তস্বল্পতা নির্ণয়ে কী পরীক্ষা করেন?
উত্তর : সাধারণত রক্তস্বল্পতা নির্ণয়ে আমরা একটি সিবিসি করি। আধুনিক পরীক্ষার প্রতিবেদনে অনেক প্যারামিটার পাওয়া যায়। প্যারামিটার দেখলে অনেক সময় বোঝা যায় কী কারণে রক্তস্বল্পতা হচ্ছে। এটি কি আয়নের ঘাটতির কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে হচ্ছে।
আমাদের দেশে কনজেনিটাল এনিমিয়াও এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জন্মগতভাবে অনেকে রক্তস্বল্পতায় ভুগছে।