তিনদিনে ত্বক ভালো করবেন কীভাবে?
কোনো কিছুর ফলাফল দ্রুত পেতে সাধারণত খুব পছন্দ করি আমরা। বিশেষ করে কোনো উৎসব বা অনুষ্ঠানের সময় দ্রুত নিজেকে সুন্দর দেখাতে চাই আমরা। আর এই সৌন্দর্যের প্রথম শর্ত হলো ত্বককে সুন্দর রাখা। দ্রুত ত্বক ভালো করে এমন অনেক কসমেটিক পণ্য রয়েছে বাজারে। এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে অনেক। তবে ঘরোয়া কিছু উপাদান রয়েছে, যা ত্বক দ্রুত ভালো করতে সাহায্য করে। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে ঘরোয়া উপাদান ব্যবহার করে তিনদিনে ত্বক ভালো করার কিছু উপায়ের কথা।
হলুদ
তিনদিনের মধ্যে উজ্জ্বল ত্বক পেতে হলুদ হতে পারে আপনার প্রথম পছন্দ। হলুদ গুঁড়ো এবং ময়দা পানির সঙ্গে মিশিয়ে ত্বকে মাখতে পারেন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি ত্বক ভালো রাখার একটি অন্যতম পদ্ধতি।
মধু
মুখের ব্রণ, মেছতার দাগ ও কালো দাগ কমাতে মধু চমৎকার উপাদান। মধুর মধ্যে থাকা হ্যাসময়েশ্চারাইজিং উপাদান ত্বককে নরম রাখে। মধু মাস্ক হিসেবে মুখে মাখতে পারেন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। তিনদিনে ত্বককে ভালো রাখার এটি খুব গুরুত্বপূর্ণ সূত্র।
বেকিং সোডা
মুখের ব্রণ, কালো দাগ-এসব দ্রুত দূর করার জন্য বেকিং সোডা প্রায়ই ব্যবহার করা হয়। বেকিং সোডা ত্বকে পিএইচের ভারসাম্য রক্ষা করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি সেপটিক এবং অ্যান্টিইনফ্লামেটরি উপাদান। তাই ত্বক ভালো করতে এটিও ব্যবহার করতে পারেন।
লেবু
সৌন্দর্য বিশেষজ্ঞদের কাছে লেবু বেশ জনপ্রিয় একটি উপাদান। এটি দ্রুত ত্বক উজ্জ্বল করতে বেশ ভালো কাজ করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক এসিড ত্বকের জন্য ভালো। প্রতিদিন দুবার করে ১০ মিনিট মুখে লেবু ঘষতে পারেন।
শশা
শসার মধ্যে রয়েছে এসট্রিজেন উপাদান। ত্বক সতেজ রাখতে নারীদের কাছে বেশ জনপ্রিয় ঘরোয়া উপাদান এটি। পাশাপাশি এর মধ্যে থাকা ময়েশ্চারাইজার উপাদান ত্বককে তিনদিনের মধ্যে নরম করে।
অলিভ অয়েল ও চিনি
ত্বকের মৃত কোষ দূর করতে জলপাইয়ের তেল ও চিনি মিশিয়ে লাগাতে পারেন। তবে যে চিনিটি ব্যবহার করবেন সেটি যেন ভালোভাবে মিহি হয়।
দই
দইয়ের মধ্যে থাকা ব্লিচিং উপাদান একদিনের মধ্যে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। সরাসরি দই মুখে মাখুন। একে ৩০ মিনিট মুখে রাখুন। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ওটমিল
ওটমিলের মাস্ক মুখে লাগাতে পারেন। এতে তিনদিনের মধ্যে ত্বকের অভাবনীয় পরিবর্তন আসবে। ওটমিলের মধ্যে থাকা ব্লিচিং উপাদানের কারণে ত্বক ভালো দেখাবে। মুখে ১৫ মিনিট ওটমিলের মাস্ক লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধীরে ধীরে সেটি ঘষে উঠান। এতে ত্বকের মৃত কোষও দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।
গরম পানির ভাপ
গরম পানির ভাপ নিলে ত্বকের কোষের মুখ খুলে গিয়ে মৃত কোষ দূর হয়। তিনদিন এটি করলে ত্বকের দারুণ উন্নতি হবে। ত্বক ভালো করার এটি একটি অন্যতম উপায়। তাই ত্বককে দ্রুত ভালো করতে এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন।