চুল গজানোর চার উপায়
চুল পাতলা হয়ে যাওয়া বা চুল পড়ে যাওয়া নারী ও পুরুষের একটি প্রচলিত সমস্যা। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ, হরমোনাল সমস্যা ইত্যাদি চুল পড়ে যাওয়ার কারণ। চুলপড়া সৌন্দর্যহানি ঘটায়। তবে সমস্যাটি বেশি হয় তখনই যখন আর চুল সহজে উঠতে চায় না। সাধারণত প্রতিদিন গড়ে ১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি চুল পড়লে সেটি ভীতির কারণ। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে চুলপড়া রোধ করে, চুল গজাতে সাহায্য করবে এমন কিছু উপায়ের কথা।
১. জলাপাইয়ের তেল
ঘুমের আগে জলপাইয়ের তেল হালকা গরম করে মাথায় লাগান। এটি চুল গজাতে সাহায্য করবে এবং রক্তচলাচল ভালো করবে। এর মধ্যে রয়েছে ওমেগা তিন ফ্যাটি এসিড। এটি চুলপড়া প্রতিরোধ করবে এবং চুলে পুষ্টি জোগাবে।
২. পিপারমিন্ট তেল
পিপারমিন্ট তেল চুল গজাতে সাহায্য করে। ভালোভাবে উপকার পেতে, পিপারমিন্ট তেল সপ্তাহে চারদিন মাথায় লাগাতে পারেন।
৩. কুমড়ার বীজের তেলের ক্যাপসুল
কুমড়ার বীজের তেলের ক্যাপসুলের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং অন্যান্য প্রয়োজনীয় তেল। এই ফ্যাটি এসিড চুলের বৃদ্ধিতে কাজ করে এবং চুলকে স্বাস্থ্যকর করে। তবে যেকোনো ওষুধ সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
৪. টোকোট্রাইয়েনল ক্যাপসুল
টোকোট্রাইয়েনল ক্যাপসুলের মধ্যে রয়েছে ভিটামিন ই। এটি চুলের পুরুভাব আনতে ও চুল গজাতে সাহায্য করে। প্রতিদিন ১০০ মিলিগ্রাম টোকোট্রাইয়েনল ক্যাপসুল গ্রহণে চুলপড়া প্রতিরোধ হয়। তবে এসব ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। তা ছাড়া উল্লিখিত প্রাকৃতিক উপায়ে চুল গজালে এসব ওষুধ কী প্রয়োজন বলুন?