লিভার সিরোসিস কী, কেন হয়?
লিভার সিরোসিস একটি জটিল রোগ। সাধারণত লিভারের দীর্ঘমেয়াদি প্রদাহের কারণে এটি হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৮৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজের লিভার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. ফারুক আহমেদ।
প্রশ্ন : লিভার সিরোসিস কি?
উত্তর : যেকোনো কারণে যদি লিভারের মধ্যে দীর্ঘমেয়াদি প্রদাহ হয়, তাহলে একসময় গিয়ে লিভারের মধ্যে কিছু গুটি তৈরি হয় এবং লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই অবস্থাকে লিভার সিরোসিসের সঙ্গে আমরা গণ্য করি।
প্রশ্ন : লিভার সিরোসিসের পেছনে কি কোনো কারণ রয়েছে?
উত্তর : লিভার সিরোসিস হওয়ার পেছনে মূল যে কারণ সেটি হলো ভাইরালজনিত। সাধারণত হেপাটাইটিস বি আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। এ ছাড়া হেপাটাইটিস সি। এই দুটো ভাইরাস দিয়েই সাধারণত লিভার সিরোসিস হয়ে থাকে। আর এ ছাড়া লিভারের চর্বিজনিত কারণে বা ফ্যাটি লিভার যাদের থাকে, তাদের ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদি প্রদাহ থাকে, তাহলেও লিভার সিরোসিস হতে পারে। আর মদ্যপানজনিত কারণে হতে পারে। এ ছাড়া জন্মগত কিছু অসুখ আছে, যেমন হেমোক্লোম্যাটোসিস জাতীয় কিছু কিছু অসুখ থেকেও কারো কারো লিভার সিরোসিস হয়ে থাকে।
প্রশ্ন : বলছিলেন যে দীর্ঘদিন কোনো প্রদাহ থাকলে সেটি থেকে হয়। তাহলে কি বয়স এখানে কোনো কারণ হিসেবে কাজ করে বা কোনো বিশেষ বয়সের ক্ষেত্রে কি এই রোগের প্রভাব বেশি থাকে?
উত্তর : সাধারণত আমাদের দেশে শিশু বয়সটা হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়ে থাকে। এতে ১০ থেকে ২০ বছর বয়সে অনেকে আক্রান্ত হয় বা সাধারণত ৩০ থেকে ৪০ বছর বয়সে তারা বেশি আক্রান্ত হয়। আর অন্য যে ভাইরাসটি বললেন হেপাটাইটিস সি ভাইরাস সেটি সাধারণত কোনো রক্ত পরিসঞ্চালন বা কোনো অস্ত্রোপচার-এই জাতীয় কারণে সমস্যা হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা গেছে যে মাঝবয়সী লোকজনই বেশি আক্রান্ত হয়। তাদের ক্ষেত্রেও ১০ থেকে ১৫ বছর পরে লিভার সিরোসিস দেখা দেয়।

ফিচার ডেস্ক