দ্রুত হৃদস্পন্দন কি ডায়াবেটিসের পূর্বাভাস?
যাদের দ্রুত হৃদস্পন্দন হয় তাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য জানানো হয়। গবেষকরা বলেন, প্রতি মিনিটে ১০টি বিট হলে ২৩ শতাংশ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের পেনিসিলভিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষণাটির প্রধান জিয়াং জাও বলেন, ‘চার বছর ধরে এক লাখ প্রাপ্ত বয়স্ক চিনা ব্যক্তির ওপর এই গবেষণা করা হয়।
গবেষণাটির ফলাফলে আমরা দেখেছি, যাদের হৃদস্পন্দন বেশ দ্রুত তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে।’
গবেষণাটিতে আরো বলা হয়, যাদের এই সমস্যা আছে তাদের ভবিষতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
অংশগ্রহণকারীদের পিঠের ওপর ১২-সীসা ইলেকট্রোগ্রাম ব্যবহার করে হৃদস্পন্দন রেকর্ড করা হয়। এভাবে চার বছর অনুসরণ করার পর দেখা যায়, ১৭ হাজার ৪৬৩ জন লোক প্রি ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত হয়েছেন। আর চার হাজার ৬৪৯ লোক ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয় ইন্টারন্যশনাল জার্নাল অব এপিডেমিওলোজিতে।