রোববার মহাসমাবেশের ডাক ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের
প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) মধ্যে সুরাহা না করায় মহাসমাবেশের ডাক দিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশের আয়োজন করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে ডা. সোহাগ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবারের মধ্যে ৫০ হাজার টাকা ভাতা অথবা নবম গ্রেড নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করতে বুধবার আল্টিমেটাম দিয়েছিল ডিএমজে।
ওই দিন সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘চলমান প্রাইভেট ট্রেইনি, রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে দায়সারাভাবে দেওয়া মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’
এর প্রতিবাদে মঙ্গলবার শাহবাগ থেকে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘যদি এই প্রজ্ঞাপন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে সংশোধন করে ৫০ হাজার টাকা অথবা সকল সুযোগ-সুবিধাসহ ৯ম গ্রেড করা না হয়, তাহলে আগামী ২৯ ডিসেম্বর মহাসমাবেশের ডাক দেওয়া হলো।’
পেশার সম্মানার্থে দেশের সকল ট্রেইনি এবং রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসককে সমাবেশে যোগদানের জন্য আহ্বান করা হয়েছে বিবৃতিতে।