দ্রুত ব্লাকহেড সমস্যার সমাধান
ব্লাকহেড সমস্যায় কম-বেশি অনেকেই ভুগে থাকেন। এর মূল কারণ হলে ময়লা, ধুলোবালি আর জীবাণু। যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে দাগ তৈরি করে। যা দেখতে অনেকটা কালো ছোট ছোট তিলের মত। এগুলো ধীরে ধীরে ত্বককে কালচে করে ফেলে। এমনকি ত্বকের বলিরেখারও প্রধান কারণ ব্লাকহেড। তাই ব্লাকহেড দূরীকরণে নিয়মিত ত্বকের পরিচর্যা খুবই জরুরি।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দ্রুত ব্লাকহেড দূর করার কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, এক নজরে জেনে নিই কীভাবে ব্লাকহেড সমস্যার সমাধান করবেন-
• প্রতিদিন বাসায় ফিরে গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখুন। ১৫ মিনিট পর তোয়ালে দিয়ে হালকা ঘষে নিন। এতে ত্বকের ব্লাকহেড সমস্যার সমাধান হবে।
• সামান্য লেবুর রস, কাজু বাদামের তেল এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এটি শুধু ব্লাকহেডই দূর করে না বরং ত্বকের অন্যন্য দাগও দূর করে।
• সামন্য মধু হালকা গরম করে পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি খুব দ্রুত ত্বকের ব্লাকহেড দূর করে এবং ত্বককে নরম ও উজ্জ্বল করে।
• যাদের তৈলাক্ত ত্বক তারা পুদিনা পাতা, মেন্থল অথবা অস্বস্তিকর উপাদান সমৃদ্ধ প্রসাধণী ব্যবহার করবেন না। এতে ত্বকে তেলের পরিমান বেড়ে যায়। যার ফলে ত্বকে ময়লা জমে ব্লাকহেড তৈরি হয়। তাই এ ধরণের প্রসাধণী এড়িয়ে চলুন।
• একদিন পরপর অন্তত ত্বকে স্ক্রাব ব্যবহার করা উচিৎ। এতে ত্বকের ভিতরে ময়লা দূর হয়ে ব্লাকহেডের আশংকা কমিয়ে দেয়।
• তেলতেলে এবং ফ্যাটযুক্ত প্রসাধণী ব্যবহার থেকে বিরত থাকুন। এ ধরনের প্রসাধনীতে যেসব কেমিক্যাল থাকে তা ত্বকে ব্লাকহেডের পরিমান বাড়িয়ে দেয়।
• মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন। ক্ষার জাতীয় ক্লিনজার ব্যবহারে ত্বকের ব্লাকহেড দূর হয় না। বরং এতে আরও ত্বক খসখসে হয়ে যায়।