ত্বকের উজ্জ্বলতায় জেনে নিন শসার ব্যবহার
আপনি যদি ঈর্ষণীয়, উজ্জ্বল বর্ণের সন্ধান করতে থাকেন, তবে ত্বকের যত্নে নিয়মিত শসার রস ব্যবহার করতে পারেন। আপনি প্রায়শই সালাদে যে শসা খুঁজে পান, তা আপনার ত্বকের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। এ ছাড়াও এটি একটি পুরানো বিউটি হ্যাক যা ভারতীয় সুন্দরীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে লালন করে আসছে। শসা রস ব্যবহারে ত্বক হাইড্রেটেড এবং দাগমুক্ত থাকবে। সেইসঙ্গে এটি ত্বকে এনে দিবে প্রাকৃতিক উজ্জ্বলতাও। শসার এমন ব্যবহারের কিছু উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। জেনে নিন যেসব উপায়ে ত্বকে শসার রস ব্যবহার করবেন।
উজ্জ্বল ত্বক
রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে পারে শসা। শসা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা সমৃদ্ধ, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। শসার রসের সঙ্গে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি ত্বকে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। লেবুতে থাকা ভিটামিন ‘সি’ এবং শসার প্রশান্তিদায়ক উপাদান ত্বককে উজ্জ্বল করে তুলবে।
কালোদাগ মুক্ত ত্বক
শসার রসে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের কালচে দাগ দূর করতে পারে। এক চিমটি হলুদ ও দইয়ের সঙ্গে শসার রস মিশিয়ে নিন। এই পেস্টটি ত্বকের দাগযুক্ত স্থানে লাগান এবং ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে।
হাইড্রেটেড ত্বক
শসায় প্রায় ৯৫ শতাংশই পানি। ফলে এটি একটি চমৎকারভাবে ত্বক হাইড্রেটেড রাখতে পারে। গোলাপজলের সাথে শসার রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে স্প্রে করুন। ত্বক হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখতে সারা দিন বেশ কয়েকবার এই মিস্ট ছিটিয়ে নিন মুখে।
ফোলাভাবের জন্য চোখের মাস্ক
ফোলা, ক্লান্ত এবং কালচে দাগ পড়া চোখের যত্নে শসার রস খুবই উপকারী। চোখের উপরে শসার টুকরো রাখতে হবে এবং ১৫ মিনিটের জন্য বিশ্রাম নিতে হবে। এতে শসার শীতল প্রভাব চোখের ফোলাভাব এবং ডার্ক সার্কেল কমাবে।