ফের করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রিন্স চার্লস। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ক্ল্যারেন্স হাউজ এ তথ্য জানিয়েছে। এর আগে ২০২০ সালের মার্চে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
ক্ল্যারেন্স হাউজ আরও জানায়, বৃহস্পতিবার সকালে প্রিন্স অব ওয়েলসের কোভিড-১৯ পজিটিভ এসেছে এবং তিনি এখন আইসোলেশনে আছেন। তবে চার্লসের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
গতকাল বুধবার প্রিন্স চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলা ব্রিটিশ মিউজিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানে লোকেদের সঙ্গে দেখা করেছিলেন। পরদিন বৃহস্পতিবার ক্যামিলার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। অন্যদিকে প্রিন্স চার্লস দ্বিতীয়বারের মতো কোভিডে আক্রান্ত হলেন। খবর বিবিসির।
এর আগে ২০২০ সালের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এদিকে প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৪ লাখ ১ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৪৬৪ জনের।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ২১ লাখ ৮১ হাজার ২৭৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১১ হাজার ৭৫৯ জনের।