ইকুয়েডরের কারাগারে সহিংসতায় ছয় বন্দি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/07/equ_thum.jpg)
ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ড্যানিয়েল নোবোয়া গুয়াকিলে শোভাযাত্রায় অংশ নেন। ছবি : এএফপি
ইকুয়েডরের গুয়াকিল কারাগারের ছয় বন্দি নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৬ অক্টোবর) কারাগারের অভ্যন্তরে গোলযোগের সময় এ ঘটনা ঘটে। কারাকর্তৃপক্ষ জানিয়েছে, ইকুয়েডরের শাস্তি ব্যবস্থায় আঘাত হানতে সৃষ্ট অস্থিরতার মধ্যে এমন ঘটনা ঘটল। খবর এএফপির।
এসএনএআই জাতীয় কারাগার কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, গুয়াস-১ কারাগারের একটি সেল ব্লকে ছয়জন নিহত হয়েছে।
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় বলেছে, পুলিশ ও সামরিক বাহিনীসহ তার এজেন্টরা শুক্রবারের বিকেলের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/10/07/equ_in.jpg)
সামাজিক যোগাযোগ মাধ্য এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কারাগারের সেলব্লক-৭-এ তারা অভিযান ও অনুসন্ধান চালাবে, যেখানে ঘটনার সূত্রপাত হয়েছিল।’