মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হয়েছে ভোট। ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছেন ভোট। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে দেশটির পূর্ব উপকূলের অঞ্চলগুলোতে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। যদিও ইতোমধ্যে আট কোটি ২০ লাখ ভোটার তাদের আগাম ভোট প্রদান করে ফেলেছেন। খবর এএফপির।
দুই প্রার্থীই এবার তাদের সমর্থকদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে ছিলেন ভীষণভাবে মরিয়া। নিজেদের জয়কে নিশ্চিত করতে দুজনই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর প্রতি এবার আলাদাভাবে নজর দিয়েছেন। তাই চূড়ান্ত ফলাফলে এবার দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল কলেজ ভোট প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে।
নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন ঘটনায় ভীষণভাবে আলোড়িত হয় দুই দলের শিবির। প্রার্থীতার মঞ্চ থেকে জো বাইডেনের প্রস্থান এবং কমলা হ্যারিসের আবির্ভাব থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের ওপর আততায়ীর হামলা এবং তাকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা—এরকম টানটান উত্তেজনায় টালমাটাল ছিল পুরো যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৬টায় (গ্রিনিচ মান সময় ১১টা) ভোটগ্রহণ শুরু হয় ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা এবং নিউইয়র্কে। এসব এলাকায় এক কোটিরও বেশি ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
যদিও যদি দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তাহলে চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক দিন সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সেই আভাস আগেই দিয়েছে নির্বাচনের জরিপগুলো। তারা বলছে, কমলা ও ট্রাম্পের মধ্যে লড়াই হবে জমজমাট।
এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোকে সামনে রেখে কে হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট তা নিয়ে গোটা বিশ্ববাসী বেশ আগ্রহ নিয়েই অপেক্ষা করছে। হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বরাবারের মতো রাশিয়ার বিপক্ষে। বাদ পড়েনি ইরান। আর এবার নতুন করে এই তালিকায় দেখা গেছে চীনকে। যদিও তিনটি দেশই তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে।