ফ্লোরিডায় তৈরি মঞ্চ, সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের আরও কাছাকাছি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার ২৭০ স্পর্শ করতে সাবেক প্রেসিডেন্টের প্রয়োজন আর মাত্র ২৪টি।
নির্বাচনের ভোট গণনার রাতে ফলাফলের জন্য ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে বিপুল উৎসাহ নিয়ে জড়ো হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। আশা করা হচ্ছে, হোয়াইট হাউসের দৌড়ে জয় নিশ্চিতের পর সমর্থকদের উদ্দেশে এখানে বক্তব্য দেবেন তিনি।
২২ বছর বয়সী তরুণ সমর্থক মুসা আব্রাহাম বলেন, ‘আমার মনে হচ্ছে, ট্রাম্প এই নির্বাচনে জয়ী হয়েছেন। এটিই চূড়ান্ত, আমি মনে করি, বিশ্ব আরও মহান হতে চলেছে।’
আরেক সমর্থক জো অ্যান পলি ক্যালভো বলেন, ‘এটি ২০১৬ এর মতো। আমরা জয়ের জন্য একই পথে রয়েছি। আমি আজ রাত নিয়ে খুবই আশাবাদী।’
ফরাসি সংবাদ সংস্থা এসব তথ্যের পাশাপাশি তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা এখন ট্রাম্পের অন্যতম আবাসস্থলে পরিণত হয়েছে। তবে তিনি তার নিজের নিউইয়র্কে আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন।
যদিও পাম বিচের ওয়াচ পার্টিতে থাকা কয়েকজন নির্বাচনের ফলাফল সম্পর্কে এখনও চিন্তিত। ৬৮ বছর বয়সী রোকো তালারিকো বলেন, তিনি আত্মবিশ্বাসী রিপাবলিকানরা জিতবে। তিনি বলেন, ‘আমাদের এটাই দরকার। কারণ আমাদের দেশে এখন কোনো সীমানা নেই। অপরাধ বেড়েছে, শেয়ার বাজারের অবস্থা খারাপ, আমাদের গ্যাস ও খাবারের দাম বেশি। কমলা (হ্যারিস) চার বছর ধরে কিছুই করেনি।’
৫০ বছর বয়সী মাইক ম্যাককরম্যাক বলেন, ‘আমি মনে করি না, ডোনাল্ড ট্রাম্প বাইরে থেকে ততটা প্রভাবিত হবেন এবং আমি দৃঢ়ভাবে মনে করি, কমলা হ্যারিস আসলে ঝামেলাপূর্ণ। ওর প্রতি আমার কোনো বিশ্বাস নেই।’
নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নে ম্যাককরম্যাক বলেন, ‘এই নির্বাচনে আমার কিছুটা আস্থা আছে, তবে পুরোটা নয়। কিছু হাস্যকর ঘটনা ঘটছে। ভোটার জালিয়াতির জন্য কয়েকজনকে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হয়েছে। তাই আমি জানি না।’