রক্তদাতা কীভাবে নির্বাচন করা হয়?
রক্তদাতা নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা হয়। সেগুলো কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্ত পরিসঞ্চালন বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : রক্তদাতা কীভাবে নির্বাচন করা হয়?
উত্তর : চার মাস পর পর রক্ত দেওয়ার নিয়ম। চার মাস পর পর রক্ত দিলে ভালো। আমরা বলি যে মেয়েরা দুবার রক্ত দিক। ছেলেরা তিনবার রক্ত দিক।
১৮ বছর থেকে রক্ত দেওয়া যায়। এ ক্ষেত্রে রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। ত্বকের কোনো সমস্যা থাকা যাবে না, হার্টের রোগ থাকা যাবে না, কোনো কিছুতে আসক্ত থাকা যাবে না, কিডনির রোগ থাকবে না, টিউবার কলোসিস থাকবে না, ম্যালেরিয়া থাকবে না। এ রকম অনেক নীতিমালা দেওয়া হয়েছে। এসব নীতিমালার ওপর ভিত্তি করে রক্ত দিতে হবে। আর মেয়েদের ঋতুস্রাবের সময় আমরা রক্ত দিতে মানা করি।