ইনহেলারে ভীতি?
শ্বাসকষ্ট কমাতে একটি কার্যকর চিকিৎসা ইনহেলার। তবে অনেকে ইনহেলার গ্রহণে ভয় পায়।
ইনহেলারের প্রতি ভীতি প্রসঙ্গে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৬তম পর্বে কথা বলেছেন ডা. আবিদ হোসেন মোল্লা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইনহেলার নিয়ে অনেকেরই ভীতি কাজ করে? এ বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : এই ভয়টা কিন্তু অমূলক নয়। একটি ওষুধ এভাবে ব্যবহার করে তাকে থাকতে হচ্ছে, এটি মা-বাবার জন্য যেমন অস্বস্তিকর, তেমনি পরিবারের কাছেও অস্বস্তিকর। আমরা যেই বিষয়টি তাদের বুঝিয়ে বলতে চাই যে এই জিনিসটি যদি ব্যবহার না করানো হয় তাহলে বাচ্চার স্থায়ীভাবে একটি ক্ষতি হয়ে যাবে।
মনে করেন, একজন মানুষের উচ্চ রক্তচাপ। উনি কিন্তু যত দিন পর্যন্ত বেঁচে আছেন, তত দিন পর্যন্ত ওষুধ খাচ্ছেন। ঠিক একইভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য একটা অ্যাজমাপ্রবণ শিশুকে ইনহেলার ব্যবহার করতে হবে।
এটি না করলে কিন্তু বাচ্চার এমন একটি পরিবর্তন হয়ে যাবে যে যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। সুতরাং ওই বাচ্চার ভবিষতের স্বার্থে মা-বাবার এখানে উচিত হবে, সব ধরনের সংকোচ ছুড়ে ফেলে দিয়ে বাচ্চার জন্য যেটি ভালো সেটি করা।